বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
বাঙালি ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার কাঁচরাপাড়ার কাছে অবস্থিত ঘোষপাড়া-মুরাতিপুর গ্রামে তাঁর মাতুতালয়ে জন্মগ্রহণ করেন, ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর (২৮ ভাদ্র, ১৩০১)। পথের পাঁচালী ও অপরাজিত বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা ও বাংলা সাহিত্যের অন্যতম কীর্তি হিসেবে পরিচিত। পথের পাঁচালী ইংরেজি ও ফরাসিসহ বহু ভাষায় অনুবাদ হয়েছে। ইছামতী উপন্যাসের জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯৫০ সালের ১ নভেম্বর (১৫ কার্ত্তিক, ১৩৫৭) ঘাটশীলায় মারা যান।
বাঙালি ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার কাঁচরাপাড়ার কাছে অবস্থিত ঘোষপাড়া-মুরাতিপুর গ্রামে তাঁর মাতুতালয়ে জন্মগ্রহণ করেন, ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর (২৮ ভাদ্র, ১৩০১)। পথের পাঁচালী ও অপরাজিত বিভূতিভূষণের শ্রেষ্ঠ রচনা ও বাংলা সাহিত্যের অন্যতম কীর্তি হিসেবে পরিচিত। পথের পাঁচালী ইংরেজি ও ফরাসিসহ বহু ভাষায় অনুবাদ হয়েছে। ইছামতী উপন্যাসের জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯৫০ সালের ১ নভেম্বর (১৫ কার্ত্তিক, ১৩৫৭) ঘাটশীলায় মারা যান।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস
১. পথের পাঁচালী
২. অরন্যক
৩. ইছামতী
৪. দৃষ্টিপ্রদীপ
৫. আদর্শ হিন্দু হোটেল
৬. বিপিনের সংসার
৭. চাঁদের পাহাড়

No comments:
Post a Comment